আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি রেল লাইনে পড়ে যাওয়া গাছের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে টেহু এলাকায় ইসশ্-আউন গ্রামের কাছে এই ঘটনা ঘটে। আর এর মধ্যে ৮ জন যাত্রীর অবস্থা গুরুতর। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাছের সঙ্গে সংঘর্ষের ধাক্কায় ট্রেনটির একজন যাত্রী বাইরে ছিটকে পড়েন। ফ্রান্সের জরুরি বিভাগ বলেছে, এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে তুলে হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটের দিকে দ্বিতল ট্রেনটি লাইনে পড়ে থাকা গাছটিকে আঘাত করার সময় মোতেরিয়ের পূর্বদিক দিয়ে ১৪০ কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল। লুক্সেমবুর্গ থেকে আসা জাস্টিন নামের ২৪ বছরের এক যাত্রী বলেছেন, শিলা বৃষ্টির সময় আমরা ট্রেনটিতে ছিলাম, শিলাগুলো ছিল টেবিল টেনিস বলের সাইজের, তখন এই সময় আমরা বিস্ফোরণের মতো একটা শব্দ শুনলাম।
তিনি আরও বলেছেন, ট্রেনটি কয়েক সেকেন্ড ধরে ঝাঁকি খেয়ে থেমে যাওয়ার পর কিছু মানুষকে দেখলাম যাদের মাথা রক্তে মাখামাখি হয়ে আছে। প্রাথমিকভাবে কিছু যাত্রী ওই বিস্ফোরণের মতো শব্দকে সন্ত্রাসী হামলার বলে মনে করেন। বিগত কয়েক মাস ধরে ইউরোপে সন্ত্রাসী হামলার ঘটনায় ওই অঞ্চলের মানুষ শঙ্কিত হয়ে আছেন।