News71.com
 International
 18 Aug 16, 01:13 PM
 325           
 0
 18 Aug 16, 01:13 PM

রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গের 'বন্দুকযুদ্ধে' ৪ জঙ্গি নিহত

রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গের 'বন্দুকযুদ্ধে' ৪ জঙ্গি নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি অ্যাপার্টমেন্টে দেশটির বিশেষ বাহিনীর বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত হয়েছে। গতকাল রাশিয়ার সংবাদ মাধ্যম বরাত দিয়ে এ খবর জানিয়েছে । এ খবরে বলা হয়, বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার চেষ্টার সঙ্গে জড়িত অন্তত ৩জনের সন্ধানে ওই অ্যাপার্টমেন্টে অভিযানে যায় রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় প্রথমে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তারা গুলি ছুঁড়লে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে ওই ৪জন নিহত হন।

নিহতদের মধ্যে যালিম সেবজুকভ, আস্তেমির সেরিয়েভ এবং ভায়চেস্লভ নাইরব নামে ৩ সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করেছে রাশিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের দাবি, এই ৩জন ককেশাসে জঙ্গি কার্যক্রমে জড়িত। সূত্রে জানা গেছে , উত্তর ককেশাস অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।

তবে সেন্ট পিটার্সবার্গে সন্দেহভাজন ইসলামিক জঙ্গিদের খোঁজে এ ধরনের অভিযানের ঘটনা সচরাচর দেখা যায় না। ১৬ তলা যে ভবনে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, সেখানে অন্যান্য মানুষের বসবাস ছিল। তবে, এতে বেসামরিক কোনো নাগরিক হতাহত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন