News71.com
 International
 18 Aug 16, 01:06 PM
 374           
 0
 18 Aug 16, 01:06 PM

সিরিয়ায় কারাগারে নির্যাতেন ১৮ হাজার কারাবন্দীর মৃত্যু ।।

সিরিয়ায় কারাগারে নির্যাতেন ১৮ হাজার কারাবন্দীর মৃত্যু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে সিরিয়ায় কারাগারে নির্যাতনেব বলি হয়েছেন ১৮ হাজার মানুষ। আজ লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। এ খবরে জানায়, গত ৫ বছরের সিরিয়া কারাগারে কারারক্ষীদের মারধর ও ধর্ষণে ১৮ হাজার মানুষ নিহত হয়।

ডকুমেন্ট হিসেবে মানবাধিকার সংস্থাটি নির্যাতনে বেঁচে যাওয়া ৬৫ মানুষের সাক্ষাৎকার দাখিল করেছেন। যেখানে কারারক্ষীদের নির্মম নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন কারাবন্দীরা। এ ঘটনার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনা বিশ্ব সম্প্রদায়কে নির্যাতন বন্ধে সিরিয় সরকারের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। তবে সিরিয় সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন