
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইবলিব প্রদেশে রুশ বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
গতকাল সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইবলিব প্রদেশের আল কুরা শহরে এ হামলা চালানো হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পার্শ্ববর্তী দেশ তুরস্কের এক বার্তা সংস্থা। এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থাকে জানান, হামলায় ১১ কারখানা ও ৩টি যানবাহন বিনষ্ট হয়েছে। তাছাড়া ৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রসঙ্গত, সশস্ত্র বিদ্রোহীদের দমন করার জন্য ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সহায়তা করার জন্য সামরিক হামলা চালাচ্ছে রাশিয়া।