
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের বারামুল্লা জেলায় সন্ত্রাসী হামলায় দুইজন সেনা সদস্য ও ১জন পুলিশ নিহত হয়েছেন। আজ বুধবারের এই হামলায় আরো ৩ জন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। এই বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, বারামুল্লার খাওজাবাঘে রাত ২ টা ৩০ মিনিটের দিকে একটি সেনা বহরে হামলা চালায় কিছু সন্ত্রাসীরা।
এই হামলায় ২ জন সেনা নিহত ও ২ জন আহত হয়েছেন। আর পুলিশের একটি গাড়িতেও হামলা চালিয়েছে এই সন্ত্রাসীরা। এতে করে একজন পুলিশ কর্মকর্তা নিহত ও আরো একজন আহত হয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।