News71.com
 International
 17 Aug 16, 06:40 PM
 388           
 0
 17 Aug 16, 06:40 PM

মালয়েশিয়ার ৯ লাখ লিটার ডিজেলবাহী ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার সমুদ্রসীমা থেকে হাইজ্যাক ।।

মালয়েশিয়ার ৯ লাখ লিটার ডিজেলবাহী ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার সমুদ্রসীমা থেকে হাইজ্যাক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশীয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভির হারমনি নামে ডিজেলবাহী তাদের একটি ট্যাঙ্কার হাইজ্যাকের শিকার হয়েছে। ওই ট্যাঙ্কারে ৯ লাখ লিটার ডিজেল ছিলো । ইন্দোনেশিয়ার জলসীমায় এই হাইজ্যাকের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। তবে প্রাথমিকভাবে হাইজ্যাকারদের পরিচয় এবং এতে কেউ জিম্মি রয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

তার আগে স্থানীয় সময় গতকাল ট্যাঙ্কারটি নিখোঁজের সংবাদ জানায় মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। পরে এক বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের কাছাকাছি এলাকায় ট্যাঙ্কার ভির হারমনির অবস্থান জানা গেছে। সেই সময় ট্যাঙ্কারটি হাইজ্যাকের বিষয় নিশ্চিত করা না হলে পরে আজ তা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাঙ্কারটি গত সোমবার মালয়েশিয়ার তাংজুং ফিলিপাস বন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিলো। এতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের (১.৫৭ মিলিয়ন রিংগিত) ডিজেল ছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন