News71.com
 International
 17 Aug 16, 12:26 PM
 411           
 0
 17 Aug 16, 12:26 PM

কৃষ্ণাঙ্গ হত্যাকে সমর্থন দিলেন ট্রাম্প

কৃষ্ণাঙ্গ হত্যাকে সমর্থন দিলেন ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে করে ট্রাম্প বলেছেন, প্রাথমিক প্রমাণ দেখে বোঝা যাচ্ছে মিলওয়াউকি শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা সমর্থনযোগ্য। আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব।

গত শনিবার মিলওয়াকিতে সিলভাইল স্মিথ নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। এতে করে পুলিশ বলেছেন, স্মিথের হাতে একটি পিস্তল ছিল। কিন্তু স্থানীয় কৃষ্ণাঙ্গরা বলেছেন, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করছে।

পুলিশের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ওই পিস্তলটি ঐ পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এই কারণে এই ঘটনা ঘটেছে। হতে পারে এটা সত্য নয়। আর যদি এটা সত্য হয়, তাহলে লোকজনের দাঙ্গায় জড়ানো উচিত নয়। কৃষ্ণাঙ্গ হত্যায় গত রবিবার থেকে শহরটিতে অনেক বিক্ষোভ হয়েছে। আর সেখানে বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রোল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন