News71.com
 International
 12 Aug 16, 01:26 PM
 410           
 0
 12 Aug 16, 01:26 PM

দূষণকারী যানবাহনকে তেল দেবে না পশ্চিমবঙ্গের পেট্রল পাম্পগুলো

দূষণকারী যানবাহনকে তেল দেবে না পশ্চিমবঙ্গের পেট্রল পাম্পগুলো
আন্তর্জাতিক ডেস্ক: বেপরোয়া বাইকের দৌরাত্ম্য বন্ধ করতে আগেই ‘নো হেলমেট , নো ফুয়েল ’ নিয়ম চালু করেছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ এবার দূষণ নিয়ন্ত্রণেও কোমর বেঁধে নামল মমতা বন্দ্যোপাধ্যায়ের নব্য গঠিত দ্বিতীয় সরকার। কলকাতা থেকে হাওড়ার সব স্থানে এই বার ‘নো পিইউসি , নো ফুয়েল ’ পথে একধাপ এগনোর দিশা দেখাল জাতীয় পরিবেশ আদালত৷ কোন কোন গাড়ি দূষণবিধি মেনে চলছে , তা নির্দিষ্ট করতে এই বার গাড়িতে পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউসি ) সার্টিফিকেট লাগিয়ে রাখতে হবে৷ সেটা দেখেই পেট্রল পাম্পগুলো তেল দেবে। জানা গেছে, কোন গাড়িতে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট না থাকলে পেট্রোল দেওয়া হবে না। আর এর পাশাপাশি ওই গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে পুলিশ ও পরিবহণ দফতর। আগামী ৬ মাসের মধ্যে এই নিয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি এসপি ওয়াংদি এবং বিশেষজ্ঞ সদস্য পিসি মিশ্রের নেতৃত্বাধীন পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ৷ আর এর পাশাপাশি পিইউসি সার্টিফিকেট ছাড়া কলকাতা বা হাওড়ায় বাইরে থেকে যাতে ভারত স্টেজ -৪ এর নীচের কোনও গাড়ি না -ঢুকতে পারে , সে ব্যাপারেও প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন আদালত৷ শুধু তাই নয় , আদালত যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, সেটাও পরিষ্কার৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন