News71.com
 International
 12 Aug 16, 12:58 PM
 453           
 0
 12 Aug 16, 12:58 PM

যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে নিহত হলো কৃষ্ণাঙ্গ কিশোর ।।

যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে নিহত হলো কৃষ্ণাঙ্গ কিশোর ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ফের পুলিশ বনাম কৃষ্ণাঙ্গ সংঘাতের নিষ্ঠুর ছবি সামনে চলে এল। এবারের বলি এক কিশোর। পুলিশের গুলিতে  নিহত হল জেমস রমেরো নামের ১৪ বছরের কিশোর।  ঘটনার কথা জানাজানি হতেই ফের শুরু হয়েছে প্রবল বিক্ষোভ।

তবে পুলিশের দাবি, ওই জেমসের  সে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করছিল। অবশ্যপুলিশের এমন দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। তাঁদের দাবি, জাতিগত বিদ্বেষের কারণেই মেক্সিকান বংশোদ্ভূত জেমসকে হত্যা করা হয়েছে।

গত বুধবার রাতে এক প্রতিবেশীর বাড়ির পাঁচিলে ‘স্প্রে পেন্টিং’ করছিল ওই কিশোর। তখনি টহলরত পুলিশ গুলি চালায় কিশোরের ওপর। কর্তব্যরত ওই পুলিশের দাবি, জেমসের গতিবিধি তাঁর সন্দেহজনক মনে হয়েছিল। পুলিশ ডাকলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি সে ওই পুলিশকে বন্দুক তাক করেছিল বলেও অভিযোগ। আত্মরক্ষার জন্যই জেমসকে গুলি করা হয়েছে, এমনটাই দাবি পুলিশের।

ঘটনা সম্পর্কে জেমসের এক বন্ধু জানিয়েছে, পুলিশ দেখে তারা ভয় পেয়ে গিয়েছিল। তবেবন্দুক তাদের কাছে ছিল না। কিশোরের মৃত্যুর পরে মিছিল করে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদীরা। বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের কর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন