News71.com
 International
 31 Jul 16, 01:22 PM
 402           
 0
 31 Jul 16, 01:22 PM

যুদ্ধ কবলিত আলেপ্পো ছাড়ছে বেসামরিক সিরিয়ান নাগরিকরা  

যুদ্ধ কবলিত আলেপ্পো ছাড়ছে বেসামরিক সিরিয়ান নাগরিকরা   

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ নগরী আলেপ্পো বাসিন্দাদের মধ্যে কিছুসংখ্যক বেসামরিক মানুষ পরিবার পরিজন নিয়ে মানবিক করিডরগুলো ব্যবহার করে আলেপ্পো শহর ছাড়ছেন। রাশিয়া এবং সিরিয়ার সৈন্যবাহিনী এই করিডরগুলো স্থাপন করেছে।

জানা গেছে, বাসে করে সাধারণ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। জাতিসংঘের ১জন বিশেষ দূত বলেছেন, লোকজন যাতে সহজে এলাকা ছাড়তে পারে সেজন্য এসব করিডর ব্যবস্থাপনার দায়িত্ব জাতিসংঘের হাতে থাকা উচিত এবং ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দেয়া দরকার। প্রায় ৩ লক্ষ মানুষ এখনো ওই শহরে অবরুদ্ধ হয়ে আছে।

রাশিয়ার একজন মুখপাত্র বলেছেন, ১৬৯ জন বেসামরিক মানুষ এলাকা ছেড়েছেন। আরো কিছু করিডর স্থাপন করা হবে। এছাড়া ৬টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এদিকে বিরোধী দলের ১জন মুখপাত্র বলেছেন, তথাকথিত মানবিক অভিযান ছিল একটি ধোঁকা মাত্র। এই উচ্ছেদ পরিকল্পনার বিষয়ে পশ্চিমা শক্তিগুলো এরই মধ্যে শীতল প্রতিক্রিয়া বলেছে। এই বিষয়ে মার্কিন কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে বলেছে, শহর থেকে বিদ্রোহীদের হঠানোর উদ্দেশ্যে এই ধরনের প্রস্তাবের মাধ্যমে চাতুর্যের আশ্রয় নেয়া হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন