আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বুধবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী বছর ১৯ মে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
রুহানি শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি হ্রাস করার চুক্তি করেছেন। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রুহানি দেশের অভ্যন্তরে রক্ষণশীলদের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন। রক্ষণশীলরা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সীমিত সম্পর্ক রাখতে চাইছে।
পশ্চিমা বিশ্বের সঙ্গে এই পরমাণু চুক্তির ফলে ইরান কিছুটা অর্থনৈতিক সুবিধা লাভ করেছে। ইরানের কয়েকটি সরকারি কোম্পানিকে অতিরিক্ত অর্থ প্রদান সংক্রান্ত একটি কেলেঙ্কারির সঙ্গে রুহানি জড়িয়ে পড়েন। গণমাধ্যমে কোম্পানিগুলোকে প্রদত্ত অর্থের পরিমাণ ফাঁস হয়ে যাওয়ার পর এই কেলেঙ্কারির সঙ্গে রুহানি জড়িত বলে অভিযোগ ওঠে।
১৯৭৯ সালের পর থেকে ইরানের সকল প্রেসিডেন্ট পর পর দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন।