News71.com
 International
 24 Nov 25, 09:39 AM
 9           
 0
 24 Nov 25, 09:39 AM

ভারত আবারও হামলা চালাতে পারে পাকিস্তানে॥প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

ভারত আবারও হামলা চালাতে পারে পাকিস্তানে॥প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারত আবার হামলা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ‘সর্বাত্মক যুদ্ধের’ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।পাকিস্তান এ ব্যাপারে ‘পূর্ণ সতর্কতায়’ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আমরা ভারতকে না উপেক্ষা করছি, না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি। 

 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমার বিশ্লেষণ অনুযায়ী, ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি বাতিল করতে পারি না। সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা (আফগান সীমান্তের অস্থিরতা)। আমাদের অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে।’ উল্লেখ্য পাকিস্তানের এই সতর্কতা এসেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি মন্তব্যের কয়েক দিন পর। সম্প্রতি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’কে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ বলে মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন