আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আলোচনা করছে সৌদি আরব। আগামী মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় চুক্তিটি স্বাক্ষর হতে পারে।
শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তির বিষয়টি ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আলোচনায় ঘনিষ্ঠ কয়েক ব্যক্তি। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, ক্রাউন প্রিন্স যখন (ওয়াশিংটনে) আসবেন, তখন কিছু স্বাক্ষর হওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও নির্ধারণ করা হয়নি।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনাধীন এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কাতারের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির মতো হতে পারে। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে, কাতারের ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটিকে যুক্তরাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি হয় এক মাস আগে। সে সময় ইসরায়েল দোহায় হামাস নেতাদের ওপর বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা চালিয়েছিল।