News71.com
 International
 13 Oct 25, 11:49 AM
 12           
 0
 13 Oct 25, 11:49 AM

ইসরায়েল, হামাস, সৌদি আরব ও ইরানের অনুপস্থিতিতে মিশরে অনুষ্ঠিত হচ্ছে গাজা সন্মেলন॥

ইসরায়েল, হামাস, সৌদি আরব ও ইরানের অনুপস্থিতিতে মিশরে অনুষ্ঠিত হচ্ছে গাজা সন্মেলন॥

নিউজ ডেস্কঃ মিসরের রিসোর্ট শহরখ‍্যাত শারম এল-শেখে গাজা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অন্য বিশ্ব নেতাদের সঙ্গে মিলিত হতে চলেছেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের সহ-সভাপতিত্ব করবেন ট্রাম্প। মিসরের আল কাহেরা নিউজের তথ্য অনুযায়ী, এই সম্মেলনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়া থেকে ২০টিরও বেশি দেশের নেতা বা মন্ত্রী যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছে না। থাকছে না মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীজন সৌদি আরব ও ইরানের কোনো প্রতিনিধি।

যেসব দেশের সম্মেলনে যোগ দিচ্ছে:
মুসলিম রাষ্ট্র: বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
ইউরোপ: আর্মেনিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য।
এশিয়া: আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। এ ছাড়াও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আরব রাষ্ট্রগুলোর সংগঠন আরব লীগের মহাসচিব এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টও এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন