আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে শুক্রবার (২২ আগস্ট) সকালে ‘সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে’ গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেনে দেশটির একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট থাকাকালীন একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর সম্মানে এক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিক্রমাসিংহেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ২০২৩ সালে হাভানা থেকে ফেরার পথে বিক্রমাসিংহে লন্ডনে যান, যেখানে তিনি জি ৭৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন। ওই কর্মকর্তা বলেন, আমরা তাকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেছি। তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডন সফরের বিষয়ে বিক্রমাসিংহেকে জিজ্ঞাসাবাদ করা হয়।