আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ায় একদিনে দুটি পৃথক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, এই হামলার পেছনে রয়েছে সাবেক বিদ্রোহী সংগঠন ফার্কের ভিন্নমতাবলম্বী অংশ।বৃহস্পতিবার দেশটির তৃতীয় সর্বাধিক জনবহুল শহর কালিতে একটি সামরিক বিমান চলাচল স্কুলের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়। ঘটনায় ছয় জন নিহত এবং ৭১ জন আহত হন বলে মেয়রের কার্যালয় জানান।এর কয়েক ঘণ্টা আগে, অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা পাতার চাষ ধ্বংসের অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার জন্য সাবেক ফার্ক গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন। এই গোষ্ঠী ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে। ওই চুক্তির লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাতের অবসান ঘটানো। এই সংঘাতে দেশটিতে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে।