আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে। এরইমধ্যে এই অভিযানে শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পেহেলগামে জঙ্গি হামলার হোতা সুলেইমান শাহ ওরফে হাসিম মুসা আছেন। এনডিটিভি বলছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য হাসিম মুসা। তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর একজন সাবেক কমান্ডোও। এই মুসা পাক সেনাবাহিনীতে থাকাকালেই অস্ত্র চালনা-সহ বিভিন্ন অভিযান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। এর পরই হাফিজ সাঈদের গোষ্ঠী লস্কর ই-তৈয়বায় যোগ দিয়েছিলেন। সোমবার (২৮ জুলাই) সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গোপন আস্তানায় কয়েকজন জঙ্গি আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু হয় ভারতীয় বাহিনী। এই অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।