আন্তর্জাতিক ডেস্কঃ গত প্রায় ১০ বছর ১ জুলাই দিনটিকে প্রতিবাদের দিন হিসেবে পালন করেছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। চীনের আগ্রাসনের বিরুদ্ধে পথে নেমেছেন হাজার হাজার গণতন্ত্রপন্থি মানুষ। যদিও ২০২০ সালের পর থেকে চীনের আগ্রাসী নীতির সামনে এই আন্দোলন ক্রমশ স্তিমিত হতে শুরু করে। এ বছর প্রতিবাদ প্রায় নেই বললেই চলে। কড়া নজরদারিতে কিছু জায়গায় পালিত হচ্ছে গণতন্ত্র দিবস।
অভিযোগ, কোনো কোনো জায়গায় আগেই এই অনুষ্ঠান রেকর্ড করে রাখা হয়েছে। ১৯৯৭ সালের ১ জুলাই হংকংয়ে যুক্তরাজ্যের শাসন শেষ হয়। হংকং চীনের অংশ হয়। সে সময় যে চুক্তি হয়েছিল, তাতে বলা হয়, চীনে অন্তর্ভুক্তি হলেও হংকংয়ের হাতে স্বায়ত্ত্বশাসনের যথেষ্ট ক্ষমতা থাকবে। এক দেশ, দুই তন্ত্র এই নিয়মে হংকং চালিত হবে বলে সে সময় স্থির হয়েছিল। এবং সে কারণেই ১ জুলাই দিনটিকে গণতন্ত্রের দিন হিসেবে পালন করতে শুরু করেন হংকংবাসী।
যদিও পরবর্তীকালে নীতি বদল করে চীন। 'এক চীন' নীতি কায়েম করার চেষ্টা হয় হংকংয়ের উপর। ২০২০ সালের গরমকালে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করে চীন। এই আইন প্রয়োগ করে হংকংয়ে সমস্ত প্রতিবাদ সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে যারা আন্দোলন করছিলেন, তাদের জেলে ঢোকানো হয়।