আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ২৬ জন। সোমবার (৩০ জুন) সকালে পাশামাইলারাম শিল্প এলাকায় ‘শিগাচি ফার্মা’ নামক ওষুধ প্রস্তুতকারী কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সেখানে মাইক্রোক্রিস্ট্যালিন সেলুলোজসহ খাদ্য ও ওষুধে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উৎপাদন চলছিল। বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। দ্রুত শুরু হয় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান। কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে।