News71.com
 International
 25 Jul 16, 09:16 PM
 358           
 0
 25 Jul 16, 09:16 PM

ইন্দোনেশিয়ায় নতুন করে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ।।

ইন্দোনেশিয়ায় নতুন করে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় মাদক সংক্রান্ত অপরাধে সাজাপ্রাপ্ত আরো কয়েকজনের খুব শিগগিরই মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। ফায়ারিং স্কোয়াডে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিরতির পর তারা নতুন দফায় মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত।

আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক পাকিস্তানী নাগরিককে আজ নুসাকাম্বানগান কারাগার দ্বীপে পাঠানো হয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত ইন্দোনেশিয়ার এক নারীকেও সপ্তাহান্তে ওই দ্বীপে স্থানান্তর করা হয়েছে। এ দ্বীপেই দেশটি মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।

উল্লেখ্য, পাকিস্তানি ওই নাগরিকের মৃত্যুদণ্ড নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পাকিস্তানি ডেপুটি রাষ্ট্রদূত সাঈদ জাহিদ রেজা জানান, জাকার্তায় পাকিস্তানী দূতাবাসকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে খুব শিগগিরই পাকিস্তানী নাগরিক জুলফিকার আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

তিনি এক বিবৃতিতে জানান, ‘পাকিস্তানী দূতাবাস উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এটা বলেছে যে, জুলফিকার ন্যায় বিচার পাননি। বিভিন্ন মানবাধিকার গ্রুপ জানায়, জুলফিকারকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হয়। উল্লেখ্য, হেরোইন রাখার দায়ে ২০০৫ সালে তাকে এ সাজা দেয়া হয়। তার আগে অ্যাটর্নি জেনারলের দফতর জানিয়েছিল, জুলাইয়ের শুরুতে ঈদের ছুটির পর দেশে আবারো মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হবে।

দেশটিতে সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই সময়ে মাদক সংক্রান্ত অপরাধে ২ অস্ট্রেলিয়ানসহ ৭ বিদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক মিত্রদেশসমূহে ক্ষোভের সঞ্চার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন