News71.com
 International
 29 Nov 24, 10:29 AM
 34           
 0
 29 Nov 24, 10:29 AM

আদানিকে ঋণ দেওয়ার ব্যাপারে ঝুঁকি পুনর্বিবেচনা করছে ভারতীয় ব‍্যাংকগুলো॥

আদানিকে ঋণ দেওয়ার ব্যাপারে ঝুঁকি পুনর্বিবেচনা করছে ভারতীয় ব‍্যাংকগুলো॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় ব্যাংকগুলো আদানি গ্রুপের সঙ্গে তাদের ঋণ এবং প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন শুরু করেছে। আটজন ব্যাংকার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ভারতীয় কর্মকর্তাদের ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের সঙ্গে তাঁদের ঝুঁকি পর্যালোচনা করছেন। আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম প্রথম ধাক্কাতেই ৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত কমে গেছে। তবে কিছু অংশীদার এবং বিনিয়োগকারীর সমর্থনে পরে কিছুটা পুনরুদ্ধার হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) জানিয়েছে, চলমান এবং সম্পন্ন হওয়ার পথে থাকা প্রকল্পগুলোতে তারা অর্থায়ন বন্ধ করবে না। তবে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটি আরও সাবধান হবে। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঋণ দেওয়ার আগে সমস্ত শর্ত পূরণ নিশ্চিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন