
আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লি বিধানসভা নির্বাচন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সব দল ভোটের প্রস্তুতি শুরু করে দিলেও আম আদমি পার্টি (আপ) প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কোর কমিটির বৈঠক শেষে আপের তরফে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যে অরবিন্দ কেজরিওয়ালই এদিন তাও স্পষ্ট করা হয়। দিল্লির মদকাণ্ডে কেজরিওয়াল এক দফা জেলে কাটিয়ে এখন জামিনে মুক্ত। তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ১১ জনের মধ্যে ছ’জনই ‘দলবদলু’! একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে তাঁদের। আপের প্রার্থী তালিকায় রয়েছেন সদ্য বিজেপি ছেড়ে আপে যোগ দেওয়া ব্রহ্ম সিং তনওয়ার, ছত্তরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক অনিল ঝা, লড়বেন কিরাদি কেন্দ্র থেকে। লক্ষ্মীনগর থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিবি ত্যাগী। দিল্লি পুরসভার দু’বারের কাউন্সিলর তথা প্রাক্তন বিজেপি নেতা চলতি মাসের শুরুতেই বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছেন। এ ছাড়া, বদরপুরে আপের তরফে প্রার্থী হিসাবে দাঁড়াবেন রাম সিং নেতাজি। রাম সিং বদরপুর কেন্দ্রে দু’বারের বিধায়ক ছিলেন। অতীতে বিএসপি এবং কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। গত ২০২০ সালে দল বদলে আম আদমি পার্টিতে যোগ দেন। প্রাক্তন কংগ্রেস বিধায়ক বীর সিং ধিংগান সীমাপুরী কেন্দ্র থেকে লড়বেন। রয়েছেন চৌধুরী জুবায়ের আহমেদ এবং সুমেশ শোকীনও। যথাক্রমে সীলমপুর এবং মাটিয়ালা কেন্দ্র থেকে লড়বেন এই দুই প্রাক্তন কংগ্রেস নেতা।