
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বলছে, তিনটি ভিন্ন স্থানে বিনা প্ররোচনায় ছুরি হামলার পর ৫১ বছর বয়সী এক সন্দেহভাজন আটক হয়েছেন। খবর বিবিসির। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান হামলার শিকার দুই ব্যক্তি। হামলায় শিকার তৃতীয় ভুক্তভোগী একজন নারী। জাতিসংঘের সদরদপ্তরের কাছে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তার অবস্থা গুরুতর বলেও জানায় কর্তৃপক্ষ।সন্দেহভাজন ওই হামলাকারী এক উদ্বাস্তু। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয় বলে সাংবাদিকদের জানান নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, হামলার শিকার তিনজনই নিউইয়র্কের বাসিন্দা।