News71.com
 International
 13 Nov 24, 09:27 AM
 112           
 0
 13 Nov 24, 09:27 AM

দায়িত্ব গ্রহণের আগেই অভিবাসীদের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প॥

দায়িত্ব গ্রহণের আগেই অভিবাসীদের আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়াশি অভিযান শুরুর আগেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানালেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত সুরক্ষাবিষয়ক পরিচালক টম হম্যান। সোমবার ট্রাম্পের এ নিয়োগের অভিপ্রায় জানার পরই আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হম্যান গণমাধ্যমে বলেন, ‘ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পেলে ন্যাশনাল গার্ড অথবা সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে। আর যারা নানা দুষ্কর্মে কারাগারে আছেন, তাদের সেখান থেকেই হাতকড়া পরিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।’ ২১ জানুয়ারি থেকেই শুরু হবে অবৈধ অভিবাসী বিতাড়নের এই কর্মসূচি। গত নির্বাচনে ভোটারদের ম্যান্ডেট অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন টম হম্যান।


উল্লেখ্য, আইসের পরিচালক হিসেবে প্রেসিডেন্টের এই মনোনয়নে ইউএস সিনেটের অনুমোদনের প্রয়োজন হয় না। টম হম্যান আরও বলেছেন, নানা অপরাধে জড়িত থাকা অবৈধ অভিবাসীরা ২০ জানুয়ারির পর একমুহূর্তও সুযোগ পাবেন না যুক্তরাষ্ট্রে বসবাসের। তাই এখনই সময় হচ্ছে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার। কারণ, ওই সব অবৈধরা কোথায় রয়েছেন সেটি প্রশাসনের অজানা নয়। সামাজিক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব বিদেশিকে তাড়িয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন