News71.com
 International
 13 Oct 24, 10:57 AM
 149           
 0
 13 Oct 24, 10:57 AM

একসঙ্গে ১৭ হাজার কর্মী ছাটাই করবে বোয়িং॥

একসঙ্গে ১৭ হাজার কর্মী ছাটাই করবে বোয়িং॥

আন্তর্জাতিক ডেস্কঃ বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের পথ ধরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রতিষ্ঠানটি মোট ১৭ হাজার কর্মী ছাঁটাই করবে, যা এর মোট কর্মীর ১০ শতাংশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, সম্প্রতি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে প্লেননির্মাতা কোম্পানিটি। যার মধ্যে অন্যতম হলো নিরাপত্তাজনিস সমস্যা ও কর্মীদের ধর্মঘট। গত পাঁচ বছরে ৩৩ বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে বোয়িংয়ের। বিশ্বজুড়ে বোয়িংয়ের এক লাখ ৭১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে এক লাখ ৪৭ হাজার কর্মী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলন ও নানা কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫০০ কোটি ডলার লসের রেকর্ড গড়ার পর এই সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি। এদিকে, এই ঘোষণা দেওয়ার পর বোয়িংয়ে শেয়ারদর ১ দশমিক ১ শতাংশ কমেছে। বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গ কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় শহরগুলোতে কর্মীরা যে ধর্মঘট চালাচ্ছেন, তার কারণে ৭৩৭-ম্যাক্স, ৭৬৭ ও ৭৭৭ সিরিজের বিমান উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ কারণে যে ক্ষতি হয়েছে তার আলোকে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী কমানো প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন