আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে অপহৃত ভারতীয় নারী জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের প্রায় দেড় মাস পরে তাকে উদ্ধার করা হলো । গত মাসের জুনে তাকে অপহরণ করা হয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
উদ্ধারের পর সুষমা এক টুইট বার্তায় লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুডিথ ডিসুজাকে উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী জুডিথ ডিসুজা আফগানিস্তানের আগা খান ফাউন্ডেশনের উর্ধ্বতন প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করতেন। জুন মাসের ৯ তারিখ সন্ত্রাসীরা তাকে তার অফিসের সামনে থেকে অপহরণ করে।
কলকাতা থেকে আসা জুডিথ কাবুলে প্রায় ১ বছর ধরে বসবাস করে আসছিলেন। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিলো সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। জুডিথকে উদ্ধারের পর তার ভাই সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে, সুষমা স্বরাজ জুডিথের পরবিারকে আশ্বস্ত করেছিলেন যে কোন উপায়ে সরকার তাকে ফিরিয়ে আনবে।