News71.com
 International
 04 Sep 24, 10:17 AM
 33           
 0
 04 Sep 24, 10:17 AM

ইউক্রেনের স্কুলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা॥

ইউক্রেনের স্কুলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার শিক্ষাবর্ষের শুরুর দিন শিক্ষার্থীদের স্কুলে ফেরার কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল। খবর বিবিসির। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, পানি পরিশোধন প্ল্যান্ট এবং আশ্রয়কেন্দ্রের জন্য ব্যবহৃত মেট্রো স্টেশনে হামলা হয়েছে। দুটি স্কুল ও একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ২২টি ক্রুজ ও এয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী ধ্বংস করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন।

দিনটি ছিল শিক্ষাবর্ষের প্রথম দিন। এ দিন ইউক্রেনে উদযাপনের দিন। কিয়েভের শিশুদের স্কুলে ফেরার দিনই এ হামলার ঘটনা ঘটল। তবে শিক্ষক ও অভিভাবকরা গান বাজিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করেন। হাস্যোজ্জ্বল শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মেয়েকে স্কুলে নেওয়ার আগে হামলার সময়ে বাড়িতেই লুকিয়ে ছিলেন এক অভিভাবক। তিনি বলেন, আরও একবার দেখা গেল এই দেশ অপরাজেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন