
আন্তর্জাতিক ডেস্কঃ ওমানের রাজধানী মাস্কাটে একটি শিয়া মসজিদের কাছে বিরল গুলিবর্ষণের ঘটনায় নিহত ৬ জনের মধ্যে পাকিস্তানি ও ভারতীয় নাগরিক আছে। আরও আছেন একজন পুলিশ কর্মকর্তা। আর গুলিতে আহত হয়েছে ২৮ জন। পুলিশ এ খবর জানিয়েছে। সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের তিন সদস্য এই হামলা জড়িত। সোমবার রাতে ওয়াদি আল-কবির এলাকায় ইমাম আলি মসজিদের কাছে এ হামলা হয়। তিন হামলাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশ হামলার শিকার ব্যক্তি এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। হামলকারীর উদ্দেশ্য কি ছিল তাও জানানো হয়নি। তবে পাকিস্তান জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে তাদের চার নাগরিক আছে। ওদিকে, ভারতও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তাদের নাগরিক।