News71.com
 International
 27 Apr 24, 11:10 PM
 35           
 0
 27 Apr 24, 11:10 PM

সোমালিয় পর এবার ইয়েমেন উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা॥

সোমালিয় পর এবার ইয়েমেন উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা॥


আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের উপকূলে শুক্রবার একটি জাহাজকে দু’বার লক্ষ্যবস্তু করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের ওপর সর্বশেষ হামলার জন্য হুথি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইয়েমেনি বন্দর মোখা’র দক্ষিণ-পশ্চিমে এই হামলা হয়েছে। খবর এএফপি’র। ইউকেএমটিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছে, প্রথম আক্রমণে ক্রুরা জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণ অনুভব করেন। আর, দ্বিতীয় হামলাটি দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলে ধারণা করা হয়। কয়েক ঘণ্টা আগে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেও মোখা বন্দরে হামলার কথা জানিয়েছে। অ্যামব্রে বলেছে, ওই ঘটনায় তিনটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন