News71.com
 International
 24 Apr 24, 12:01 AM
 28           
 0
 24 Apr 24, 12:01 AM

ভূমিকম্প পিছু ছাড়ছে না তাইওয়ানের॥ আবারও ৯মিনিটে ৫বার কম্পন

ভূমিকম্প পিছু ছাড়ছে না তাইওয়ানের॥ আবারও ৯মিনিটে ৫বার কম্পন


আন্তর্জাতিক ডেস্কঃ সপ্তাহ কয়েক আগেই জোরালো ভূমিকম্পে তছনছ হয়েছিল তাইওয়ান। আবারও থরথর করে কাঁপল পূর্ব তাইওয়ানের একাধিক শহর। ৯ মিনিটে প্রায় পাঁচ বার কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। কম্পাঙ্ক ছিল ৭.৪। এতে অন্তত ১৩ জন মারা যান। আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। ভয়াবহ সেই ভূমিকম্পের কারণে বড়সড় ক্ষয়ক্ষতি হয়। রাতভর চলেছিল আফটার শক। ধস নেমে আটকে পড়েছিল অনেক রাস্তা।

রাজধানী তাইপেই সহ উত্তর, পূর্ব এবং পশ্চিম তাইওয়ানের বড় অংশ জুড়ে বিল্ডিংগুলি সারারাত ধরে কেঁপে ওঠে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ৬.৩ মাত্রার ছিল। শহরতলির হুয়ালিয়েনের ফুল হোটেলটি ভূমিকম্পের সময় আংশিকভাবে ভেঙে পড়ে এবং বিপজকনকভাবে হেলে পড়েছিল, তবে, এটি সংস্কারের জন্য সেইসময়ে খালি ছিল। নিকটবর্তী টং শুয়াই বিল্ডিংটিও খালি ছিল, ৩ এপ্রিলের ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন এটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন