News71.com
 International
 18 Apr 24, 11:03 PM
 40           
 0
 18 Apr 24, 11:03 PM

ইসরায়েল নিজেই তার সিদ্ধান্ত নেবে॥ প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েল নিজেই তার সিদ্ধান্ত নেবে॥ প্রধানমন্ত্রী নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বলেছেন, ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে ইসরায়েল ‘নিজেই তার সেই সিদ্ধান্ত’ নেবে। এক বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েলের সরকার আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর থেকেই নেতানিয়াহু বারবার প্রতিশোধের কথা বলে আসছেন। ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশংকা কমানোর প্রচেষ্টার উদ্দেশ্য নিয়ে ইসরায়েল সফরে যাওয়া ক্যামেরন নেতানিয়াহুকে বলেছেন, ইসরায়েলের জবাব হতে হবে ‘স্মার্ট’ এবং সীমিত।নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জেরুজালেমে সাংবাদিকদের ক্যামেরন বলেন, ইরানের দুঃখজনক হামলার পর তিনি ‘সংহতি প্রকাশের জন্য’ ইসরায়েলে এসেছেন। তিনি বলেন, ‘আশা করি ইসরায়েল যাই করুক তা হবে সীমিত ও সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এবং যতটা সম্ভব স্মার্ট। কেউই উত্তেজনা চায় না এবং এটাই ইসরায়েলে সবার সঙ্গে আলোচনায় আমরা পরিষ্কার বলেছি।’ বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা পরিষ্কার করতে চাই- আমরা নিজেরাই আমাদের সিদ্ধান্ত নেবো এবং ইসরায়েল রাষ্ট্র নিজের সুরক্ষায় যা দরকার তার সবই করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন