News71.com
 International
 16 Apr 24, 11:47 AM
 49           
 0
 16 Apr 24, 11:47 AM

ইরানের হামলার জবাব অবশ্যই দেয়া হবে॥ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের হামলার জবাব অবশ্যই দেয়া হবে॥ইসরায়েলি সেনাপ্রধান

 

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেছেন, ইরান যে হামলা চালিয়েছে তার জবাব অবশ্যই দেওয়া হবে। গতকাল সোমবার ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  জেনারেল হেরজি হালেভি দক্ষিণ ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি পরিদর্শন করেন। গত শনিবার গভীর রাতে ইরানি হামলায় এই ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানে। হালেভির এই মন্তব্য দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর এল। এর আগে, ইসরায়েলি মন্ত্রিসভা ইরানে আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিল। 

 

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি সোমবার সতর্ক করে দিয়ে বলেন, ‘একদিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা—যার ফলে একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে—তার জবাব অবশ্যই দেওয়া হবে।’  হালেভি বলেন, ‘ইরান ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল, যা আগে কখনোই ঘটেনি। আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম।’ তিনি বলেন, ‘গত সোমবার আমরা দেখেছি, কি ঘটেছে। আমরা মনে করি, ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কীভাবে কোনো ঘটনা একা মোকাবিলা করতে হয়।’ এ সময় ইরানকে সতর্ক করে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ‘আমরা সামনের দিকে তাকিয়ে। আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন