News71.com
 International
 17 Feb 16, 11:52 AM
 1139           
 0
 17 Feb 16, 11:52 AM

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীসভায় সিদ্ধান্ত ।। বাংলাদেশিদের ভারতের নাগরিকত্ব দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীসভায় সিদ্ধান্ত ।। বাংলাদেশিদের ভারতের নাগরিকত্ব দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে চলে আসা বাংলাদেশিদের ভারতের নাগরিকত্ব দিতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে আজ পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রী সভায় সিদ্ধান্তও হয়েছে। আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর ‘নবান্নে’ বসে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "বাংলাদেশ থেকে যেসব বাসিন্দারা ভারতে চলে এসেছেন তাঁদের সিটিজেনশিপের (নাগরিকত্ব) ব্যাপারে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলব।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগেপাঁচ বছরের বেশি সময় ধরে রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের নাগরিকত্ব দিতেন এই রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসক। সম্ভবত ১৯৮৫ সাল থেকে টেররিস্ট জাতীয় অজুহাত তুলে কেন্দ্র জেলাশাসকের হাত থেকে সেই অধিকার কেড়ে নেয়। আমরা আজ মন্ত্রিপরিষদে ঠিক করেছি কেন্দ্রকে বলব, এই অধিকারটা যেন জেলা শাসকের হাতেই দেওয়া হয়।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৯৭১ সালের পর অনেক বাংলাদেশি এ রাজ্যে বসবাস করা সত্ত্বেও নাগরিকত্ব পাননি। রেশন কার্ড, ভোটার কার্ড হয়তো পেয়েছেন। আমরা চাই যাঁরা বাংলাদেশ থেকে পাঁচ বছর আগে এসেছেন এবং এখানকার নাগরিকত্ব পাওয়ার যোগ্য তাঁদের যেন নাগরিকত্ব দেওয়া হয়।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে আমরা অনেক বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি। এবার রাজ্যে নতুন সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি পাহাড়ের শিক্ষার্থীদের সুবিধার্থে এবার থেকে পিএসসি পরীক্ষায় নেপালি ভাষায় প্রশ্নপত্র করা হবে বলেও ঘোষণা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন