News71.com
 Features
 07 Apr 18, 06:23 AM
 1547           
 0
 07 Apr 18, 06:23 AM

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।।

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার।।

মিথুন কুমারঃ প্রতিটি মানুষের ব্যাক্তি স্বাধীনতা জন্মগত অধিকার। প্রতিটি মানব শিশু ভূমিষ্ঠ হয় পবিত্রতার ওপর। এই পবিত্রতা বা প্রকৃতিই মানুষের স্বাধীন সত্তার পরিচয় বহন করে। এই স্বাধীনতাকে হরণ করা, ক্ষুণ্ন করা কিংবা কারও স্বাধীনতাকে বিপন্ন করার অধিকার কোন ধর্মে নেই। কিন্তু স্বাধীনতার অর্থ যা ইচ্ছে তাই করা নয়।ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ।ঈশ্বর মানুষকে দান করেছেন জ্ঞান-বুদ্ধি, বিবেক-বিবেচনা। দান করেছেন অন্যান্য সৃষ্টির ওপর কর্তৃত্ব। তিনি মানুষকে চিন্তা করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সৎপথে উপার্জন করে জীবিকানির্বাহের স্বাধীনতা, পছন্দমতো ঘর-সংসার গড়ার স্বাধীনতা, সুন্দর জীবন গড়ার স্বাধীনতা, প্রকৃতি থেকে সৎ পন্থায় সম্পদ আহরণের স্বাধীনতা, জীবনের পরতে পরতে ক্রমবর্ধমান সমস্যা সমাধানের স্বাধীনতা, মানুষের এই স্বাধীনতার নানা মাত্রিক দিকের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। স্বাধীনতা বলতে বুঝায় এটা কোনো যথেচ্ছা জীবনযাপন করার নাম নয়। মানুষ অবাধে, নির্বিঘ্নে এবং সুখ-শান্তিতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ভৌগোলিক নিজস্ব সীমানার মধ্যে আপন মজবুত ও সুরক্ষিত গণ্ডির মধ্যে সম্মিলিত প্রয়াসে, পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মধ্য দিয়ে জীবন গড়ে তোলাই ব্যাক্তি স্বাধীনতা।


অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বেশির ভাগ ছাত্র বা যুব সমাজ নানা কারণে ব্যাক্তি স্বাধীনতা বাইরে জীবন যাপন করছে। দেখা গিয়েছে অনেক ছাত্র নিজের ইচ্ছা মতো পড়াশুনা করাতে পারছে না। সে যে বিষয়ের উপর পড়তে চায় সে বিষয়ের উপর উপর পড়তে পারছে না পরিবারিক বা শিক্ষকের কারণে,এতে করে তাদের উপর এক ধরণের ব্যাক্তি স্বাধীনতায় হস্ত ক্ষেপকরা হচ্ছে। এই ভাবে নষ্ট হচ্ছে অনেক ছাত্র-ছাত্রীর জীবন।অন্যদিকে যুব সমাজ সব থেকে বেশি ব্যাক্তি স্বাধীনতা বাইরে জীবন যাপন করছে বিভিন্ন কারণে যেমন, পরিবারিক,পড়াশুনা,কর্মজীবন,রাজনীতি,খেলাধুলা সর্ব ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু সেইটা সবার ক্ষেত্রে নয়। অনেক ক্ষেত্রে দারিদ্রতার কাছে স্বাধীনতা হেরে যায়। পৃথিবীর কোন ধর্মই স্বেচ্ছাচারিতা এবং স্বৈর মানসিকতা সমর্থন করে না। স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একটি অমূল্য সম্পদ। যারা স্বাধীনতা বিপন্ন করে তোলে তারা মূলত মানবতাকে অপমান করে। ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমাদের কারো কাম্য নয়। ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে সমাজের প্রতিটি মানুষের উচিৎ বেরিয়ে এসে সুন্দর করে স্বাধীন দেশে স্বাধীন ভাবে জীবন যাপন করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন