News71.com
 Features
 17 Feb 17, 09:30 AM
 1508           
 0
 17 Feb 17, 09:30 AM

কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মদিন আজ ।।

কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মদিন আজ ।।

 

নিউজ ডেস্কঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মদিন আজ। তিনি ১৮৯৯ সালের আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন। বাবা সত্যানন্দ দাশ ছিলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক। মা কুসুমকুমারী দাশ সাংসারিক কাজের ফাকে ফাকে কবিতা রচনা করতেন ।

জীবনানন্দ মায়ের কাছ থেকেই সাহিত্যচর্চা ও কবিতা রচনার প্রেরণা লাভ করেন। কবির রচনাবলি, কাব্যগ্রন্থ-ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, ৭টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। গদ্যগ্রন্থ_ কবিতার কথা। মৃত্যুর পর তার প্রকাশিত উপন্যাস-মাল্যবান, সতীর্থ। ১৯৫৪ সালে এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে তিনি কলকাতায় ২২শে অক্টোবর পরলোকগমন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন