News71.com
 Entertaintment
 01 Dec 23, 03:01 PM
 74           
 0
 01 Dec 23, 03:01 PM

ভিকির সাজপোশাক পছন্দ নয় ক্যাটরিনার

ভিকির সাজপোশাক পছন্দ নয় ক্যাটরিনার

 

 

বিনোদন ডেস্কঃ ২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তবে বিয়ের আগে থেকেই আড়ালে-আবডালে দুই বছর প্রেম করেছেন তারা। নিজেদের সম্পর্ককে ক্যামেরার ঝলকানি থেকে দূরেই রেখেছিলেন এই পাওয়ার কাপল। বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। প্রেম করে বিয়ে, তার পরও নাকি যুগলের মধ্যে ছোটখাটো ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। এই যেমন ভিকির সাজপোশাকের ধরন নাকি একেবারেই পছন্দ নয় ক্যাটের। এদিকে তিনি নিজে বলিউডের অন্যতম কেতাদুরস্ত নায়িকা। স্বামীর সাজপোশাক দেখে তাকে ‘জোকার’ বলে কটাক্ষ করতেও নাকি ছাড়েন না ক্যাটরিনা!

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, এমনিতে আমার ফ্যাশন নিয়ে ও অনেক রকমের নতুন পরামর্শ দিয়েছে। আমার আলমারিতে নতুন ধরনের পোশাকও এসেছে। তবে এখনো আমি যা হোক একটা জামা পরে বাড়ি থেকে বেরোতে গেলেই ও বলে, ‘কী রকম জোকার সেজে বাইরে যাচ্ছে’! এমনও হয়েছে কতবার যে, ক্যাট আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেছে জামা বদলানোর জন্য।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন