entertaintment
 18 Jul 16, 12:30 PM
 194             0

প্রাণনাশের হুমকি পেয়েছেন যে সকল পাকিস্তানি অভিনেত্রীরা ।।

প্রাণনাশের হুমকি পেয়েছেন যে সকল পাকিস্তানি অভিনেত্রীরা ।।

বিনোদন ডস্কঃ গত শনিবার পাকিস্তানের বিতর্কিত মডেল কান্দিল বালোচ খুন হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধ-নগ্ন ছবি, ভিডিও এবং বিতর্কিত মন্তব্যের জেরে ভাই তাকে খুন করেছেন বলে দাবি পাকিস্তানি মিডিয়ার। যদিও খুন হওয়ার আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই ফেসবুক তারকা ।

তবে শুধুই কি কান্দিল বালোচ? পাকিস্তানের একাধিক মডেল-অভিনেত্রী নিজেদের পেশার জন্য একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন৷ অনস্ক্রিন খোলামেলা পোশাক পরার জন্য কিংবা সহ-অভিনেতার সঙ্গে অভিনয়ের খাতিরে ঘনিষ্ঠ হওয়ার জন্য একাধিকবার তাদের বিরুদ্ধে দেশে ফতোয়া জারি হয়েছে৷ খুনের হুমকি দেওয়া হয়েছে৷  এক নজরে দেখে নিন কারা এই সব অভিনেত্রী ?

বীনা মালিক: পাকিস্তানের এই মডেল ও অভিনেত্রী বরাবরই নিজের সাহসী অবতারের জন্য পরিচিত৷ খোলামেলা পোশাক এবং অনস্ক্রিন ঘনিষ্ঠতার জন্য তাকে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা খুনের হুমকি দিয়েছিল৷ তিনি পাকিস্তানি নারীদের ক্ষতি করছেন, এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে ৷

আরশি খান: পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এই সাহসী পাকিস্তানি মডেল আরশি খান৷ এরপর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়৷ প্রকাশ্যে যৌনতা নিয়ে নিজের মনের কথা বলার অপরাধে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল ৷

মীরা: ‘নজর’ বলে একটি ছবিতে অস্মিত প্যাটেলের বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী৷ অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে তাকে দেখা যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে পাকিস্তানে ফতোয়া জারি হয়েছিল৷ আর তারপর থেকেই ক্রমাগত খুনের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তিনি ৷

হুমাইমা মালিক: ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন এই পাক অভিনেত্রী৷ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার অপরাধে তার বিরুদ্ধেও ফতোয়া জারি হয়েছিল৷ পেশার জন্য নিজের দেশে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')