News71.com
 Entertaintment
 20 Sep 23, 03:41 PM
 88           
 0
 20 Sep 23, 03:41 PM

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজকে ডিভোর্স দিলেন চিত্রনায়িক পরীমণি॥

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজকে ডিভোর্স দিলেন চিত্রনায়িক পরীমণি॥

 

 

নিউজ ডেস্কঃ  অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। আলোচিত- সমালোচিত চিত্রনায়িকা পরীমণি গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন। এরপর গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরীমণি। সেখানে এ চিত্রনায়িকা লেখেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন