entertaintment
 17 Jul 16, 01:12 PM
 488             0

বলিউড কচড়া ।। রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান

বলিউড কচড়া ।। রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে প্যারিসের একটি থিয়েটারে সালমান খান অভিনীত ‘সুলতান’ ছবি দেখতে গিয়েছিলেন রণবীর সিং। ছবিটির একটি গানের সময় সেখানে উঠে নাচা শুরু করেন রণবীর সিং। দর্শকরাও এই বিষয়টি বেশ মজা পান। আর তারাও তার সাথে নাচতে শুরু করে। পুরো থিয়েটারে এই আনন্দ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, একজন সাংবাদিক সালমানকে জিজ্ঞাস করেছিলেন রণবীরের এই নাচের ভিডিও দেখেছেন কিনা-উত্তরে সালমান মজা করে বলেছেন, আমি তার মাথায় চেয়ার ভাঙতে চাইতাম। তাকে স্ট্যান্ট না করে ছবি দেখতে বলতাম। তারা সুলতান দেখছে না, সে মানুষকে নিজের দিকে টানছে। আমাদের উচিত তার বিরুদ্ধে জরিমানা করা। নিজের হাস্যরসাত্ম মন্তব্যের জন্য বেশ পরিচিত সালমান। তার এই মন্তব্য সেটি আবারো স্মরণ করিয়ে দিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')