entertaintment
 09 Jul 16, 04:30 PM
 234             0

ভারতে বাবরি মসজিদ ইস্যুতে মুভি।

ভারতে বাবরি মসজিদ ইস্যুতে মুভি।

নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপট ঘিরে একটি মুভি নির্মাণ করা হচ্ছে বলে ভারতীয় দৈনিক ডেকান ক্রনিকল তাদের এক প্রতিবেদনে বলেছেন। সম্ভাব্য 'কবির' নামের এই মুভিটি সরকার-সমর্থক হবে বলে মনে করা হচ্ছে। এটাতে অভিনেতা অজয় দেবগন অভিনয় করছেন বলে জানা গেছে।

বিতর্কিত বিষয়ের উপর কোনো মুভিতে সচরাচর অভিনয় করা থেকে বিরত থাকেন তিনি। তাই বাবরি মসজিদের ইস্যুতে কোনো মুভিতে তার অন্তর্ভুক্তির ব্যাপারটিতে অনেকেই বিস্মিত হয়েছেন।

অজয় দেবগনের নাম প্রাথমিকভাবে শোনা গেলেও মুভিটির বাকি কলা-কুশলীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। অজয় 'শিবাই' নামে একটি মুভিতে এখন অভিনয় করছেন যা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')