News71.com
 Entertaintment
 01 Jun 22, 11:30 PM
 1185           
 0
 01 Jun 22, 11:30 PM

কলকাতার মঞ্চে গান গাওয়ার পর কেকের মৃত্যু।।

কলকাতার মঞ্চে গান গাওয়ার পর কেকের মৃত্যু।।

বিনোদন ডেস্কঃ কলকাতায় একটি কনসার্টে গান গাওয়ার পর মৃত্যু হলো হিন্দি গানের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের। মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা। তার মৃত্যুতে ভারতের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আনন্দবাজার জানায়, মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানে অংশ নেন কেকে। মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

এদিকে কেকে-এর মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
জানা যায়, দু’দিন আগে মুম্বাই থেকে কলকাতায় আসেন কেকে। মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে প্রবেশ করেন তিনি। হাজার হাজার দর্শকদের মাতিয়েছেন গানের মূর্ছনায়। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভারতীয় চলচ্চিত্রর অন্যতম বহুমুখী গায়ক ছিলেন কেকে। ক্যারিয়ারে একাধারে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলাসহ বেশ কয়েকটি ভাষায় গান করেছেন তিনি। ‘দিল ইবাদত’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘তু যো মিলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের গায়ক ছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন