entertaintment
 06 Jul 16, 03:31 PM
 185             0

আইটেম গার্ল সানি লিওন এবার গায়িকা?

আইটেম গার্ল সানি লিওন এবার গায়িকা?

বিনোদন ডেস্ক: বলিউডে অভিনেত্রীর আসনটা এখনো পোক্ত হয়নি। তবে নাচে ভালো হওয়ায় আইটেম গার্ল হিসেবে সানি'র কদর সবখানে। এখন গায়িকা হিসেবেও নিজেকে পরখ করে দেখতে চাইছেন সানি লিওন। তার জন্যই তো সম্প্রতি টুইটারে তিনি রেকর্ডিং স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করলেন।

টুইটে সানি লেখেন, ‘গান গাওয়া আমার কাছে আতঙ্কের চেয়ে কোনো অংশে কম নয়। এক মাস চেষ্টা আর অনুশীলনের পর অবশেষে দাঁড়ালাম মাইক্রোফোনের সামনে।’ রেকর্ডিং স্টুডিওতে সানি লিওনটুইট ও ছবি পোস্ট করার পরই সানিভক্ত ও অনুসারীরা তাঁর গান গাওয়ার বিষয়ে আরও কৌতূহলী হয়ে পড়েন। কোন গান? কোন ছবির জন্য? হিন্দি, নাকি ইংরেজি গান?

এমন নানা প্রশ্ন করতে থাকেন সানিকে। তারপরে আরেকটি টুইটের মাধ্যমে সানি বলেন, কোনো ছবির জন্য, একটি অনুষ্ঠানে সানি নিজ কণ্ঠে গান গাইবেন। সেই প্রস্তুতি নিতেই স্টুডিওতে গিয়ে গান ধারণ করেন এই অভিনেত্রী। মূল অনুষ্ঠানে গাওয়ার আগে নিজের উচ্চারণ আর গায়কি শ্রোতা হিসেবে শুনতেই গানটি রেকর্ড করিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')