entertaintment
 06 Jul 16, 03:28 PM
 154             0

ভাগ্নেকে কুস্তি শেখাচ্ছেন সালমান!‌

ভাগ্নেকে কুস্তি শেখাচ্ছেন সালমান!‌

বিনোদন ডেস্ক: 'সুলতান' থেকে আর বের হতে পারছেন না বলিউড সুপারস্টার সালমান খান। তাই এবার তিনি বাড়িতেই মহড়া দিচ্ছেন কুস্তির। সেটাও আবার ভাগ্নে আহিলের সঙ্গে। তার মায়ের কোলে ছোট্ট আহিল। মামাকে হাত মুঠো করতে দেখে সেও মুঠো পাকাচ্ছে। তারপর সে তাক করছে মামা সালমান খানের দিকে।

সুলতান ছবির মুক্তির এক দিন আগে মামা-ভাগ্নের কুস্তিগিরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সালমানের বোন অর্পিতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')