News71.com
 Entertaintment
 20 Apr 22, 08:14 PM
 94           
 0
 20 Apr 22, 08:14 PM

ছেলের মা হলেন কাজল।।

ছেলের মা হলেন কাজল।।

বিনোদন ডেস্কঃ প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন। মা ও ছেলে দুজনই এখন ভালো আছেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানান, সুখবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে কাজল-কিচলু শুভেচ্ছার বন্যায় ভাসছেন। ছোট্ট রাজপুত্রকে স্বাগত জানিয়েছেন কাজলভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকাও। তবে এখনও কাজল আগরওয়াল বা তার স্বামী এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এর আগে, নতুন বছরের শুরুতেই ঘরে নতুন অতিথি আসছে, এমন সুখবর সবাইকে জানিয়েছিলেন কাজলের স্বামী গৌতম কিচলু। এপ্রিলে তার ঘর আলো করে এলো প্রথম সন্তান। উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হলেন। ২০০৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু কাজলের। ‘সিংঘম’ সিনেমায় অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন