entertaintment
 03 Jul 16, 11:52 PM
 182             0

মেয়ের বিকিনি বিতর্কে মুখ খুললেন শাহরুখ

মেয়ের বিকিনি বিতর্কে মুখ খুললেন শাহরুখ

 

বিনোদন ডেস্ক: কয়েকমাস আগে শাহরুখ খানের মেয়ে সুহানার সমুদ্র সৈকতে বিকিনি পরিহিত ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে কিং খানের ছোট ছেলে আব্রামও ছিল। সোশ্যাল মিডিয়াসহ বলিউড পাড়ায় বিকিনি নিয়েই চলছিল এই আলোচনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশাহ শারুখ খান।

ভারতের এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহরুখ খান বলেন, সুহানা সৈকতে তাঁর ছোট ভাইয়ের সঙ্গে ছিল। হ্যাঁ সে বিকিনি পড়েছিল। কিন্তু আমার মেয়ের বিকিনি বডি দেখানোর জন্য নিশ্চয়ই আপনার সংবাদ মাধ্যম তৈরি হয়নি।

তিনি আরও বলেন, সুহানা এখন ১৬ বছরের। সে জানে তাকে কীসে মানায়। অনেক সময় কেউ নগ্ন হয়ে ঘুরলেও তাঁকে নিয়ে খবরই হয় না। আমার মেয়ে বলেই এতো কথা!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')