News71.com
 Entertaintment
 14 Nov 21, 12:13 PM
 68           
 0
 14 Nov 21, 12:13 PM

টাইমস স্কয়ারে শাকিব, বললেন ‘আলহামদুলিল্লাহ’।।

টাইমস স্কয়ারে শাকিব, বললেন ‘আলহামদুলিল্লাহ’।।

বিনোদন ডেস্কঃ ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করলেও এটাই তার প্রথম আমেরিকা সফর। এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এবার ভিসা মিলতেই তিনি উড়ে গেছেন স্বপ্নের দেশে। সেখানে পৌঁছে টাইমস স্কয়ারে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ।’ ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক। মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ। হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে।

শুক্রবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে পারফর্ম করবেন তিনি। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা অনুষ্ঠানে সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অনুষ্ঠানে অংশ নেবেন। তবে চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন