News71.com
 Entertaintment
 18 Apr 21, 02:55 PM
 460           
 0
 18 Apr 21, 02:55 PM

কার্তিক আরিয়ানকে 'দোস্তানা-২' থেকে বাদ দেয়ার প্রতিবাদে সরব কঙ্গনা।।

কার্তিক আরিয়ানকে 'দোস্তানা-২' থেকে বাদ দেয়ার প্রতিবাদে সরব কঙ্গনা।।

বিনোদন ডেস্কঃ কার্তিক আরিয়ানকে 'দোস্তানা-২' ছবি থেকে বাদ দেওয়ায় বি টাউনে উঠেছে শোরগোল। করণ জোহারের ধর্মা প্রডাকশন টুইট করে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, তারা 'দোস্তানা-২' এর জন্যে নতুন করে কাস্টিং করবেন। কার্তিকের সঙ্গে ভবিষ্যতে কখনও কাজ করবেন না বলেও জানিয়েছেন করণ এবং তার প্রডাকশন হাউজ। এরূপ সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে কার্তিক ফ্যানদের মধ্যে।

এই বিষয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা সব সময়েই নিজেকে বলিউডের আর পাঁচটা অভিনেত্রীদের থেকে ভিন্ন স্রোতের মনে করেন। প্রতিবাদী সত্ত্বা নিয়ে চলেন। তাই এবারও তিনি কার্তিকের হয়ে প্রতিবাদে সরব হলেন। কার্তিকের পাশে দাঁড়িয়ে কঙ্গনা টুইট করে লিখেছেন,"কার্তিক তার নিজের দক্ষতায় আজ এত দূর এসেছে, ভবিষ্যতেও এগিয়ে যাবে। পাপা জো এবং তার নেপো গ্যাংয়ের কাছে একটাই অনুরোধ সুশান্তের মত কার্তিককে ঝুলে পরতে বাধ্য করো না। দয়া করে তাকে তোমরা একা ছেড়ে দাও।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন