News71.com
 Entertaintment
 14 Apr 21, 10:21 PM
 51           
 0
 14 Apr 21, 10:21 PM

আইসোলেশনে বলিউড বাদশাহ শাহরুখ খান।।

আইসোলেশনে বলিউড বাদশাহ শাহরুখ খান।।

বিনোদন ডেস্কঃ হু হু করে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। দেশের মোট কভিড আক্রান্তের ৪৮.৫৭ শতাংশ সেখানকার। করোনা থাবা বসিয়েছে বলিউডেও। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট- একের পর এক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার করোনার হানা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সেটে। জানা গেছে, সেটের এক ক্রু মেম্বার কভিড পজিটিভ। এর ফলে সতর্কতা হিসেবে আইসোলেশনে আছেন বলিউড বাদশাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন