News71.com
 Entertaintment
 19 Jan 21, 05:12 PM
 440           
 0
 19 Jan 21, 05:12 PM

আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী সুইটি

আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী সুইটি

 

বিনোদন ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি। এবারই প্রথম আওয়ামী লীগের সাংগঠিনক কোনো কমিটিতে পদ পেলেন সুইটি। গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। কমিটিটি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়।

 

উপকমিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে তানভীন সুইটি গণমাধ্যমকে বলেন, 'আমি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি আপার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে নারীদের জন্য আরও বেশি কাজ করতে পারব। এটি আমার জন্য খুশির বিষয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন