News71.com
 Entertaintment
 21 Jun 16, 12:00 PM
 1237           
 0
 21 Jun 16, 12:00 PM

শুটিং করতে যেয়ে আহত টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী

শুটিং করতে যেয়ে আহত টালিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী

বিনোদন ডেস্ক:অনেকদিন পর আবার পর্দায় ফিরেছেন টালিউডের জনপ্রিয় জুটি জিৎ-শুভশ্রী। ছবির নাম ‘প্রেম কী বুঝি নি’। লন্ডনের পাট চুকিয়ে আপাতত ছবি শুটিং চলছে ভারতে। আউটডোর শুটিং। সব কিছু চলছিল ঠিকঠাক। তবে লাইট-ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে হল বিপত্তি।

‘প্রেম কী বুঝি নি’ শুটিংয়েই পায়ে গুরুতর চোট পান নায়িকা শুভশ্রী। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। তবে আপাতত সুস্থ আছেন শুভশ্রী।

কিছুদিন আগে বিদেশে খিচুরি লাঞ্চ থেকে শুরু করে খোলা বাজারে শপিং সবের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে শপিং টিপস। কোথায় কি ভাল পাওয়া যায়। আর কোথা থেকে শপিং না করলে লন্ডনে আসাই বৃথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন